প্রেমে-অপ্রেমে
স্মৃতির আলপথে রোদেলা দুপুরে
প্রাত্যহিকী যাপনের সেই অবেলায়
আকাশ চুঁইয়ে নামে বিষাদ মায়া
তোমার আলতো হাত ছুঁয়ে
পরবাসী মেঘ পথ ভুলে
আদুর নদীতে ছায়াস্নান
মূহুর্তের মেহগনি বিন্যাসে
নিভৃত আলাপচারিতা রোমন্থন
সিম্ফনির ছন্দে গাথা
স্বপ্নালু অনুভূতির কোলাজ
পাহাড়ী নদীর স্রোতের সাথে
কথা দিয়েছিলাম তোমাকে
অনাবিল উচ্ছ্বাসে ভাসা সেই যৌবন
পাহাড়ের চূড়া ছুঁয়ে যায়
পড়ন্ত বিকালে ফিরে আসে
তোমার বন্য ঝরনা প্রেমে অপ্রেমে
Tags:
অন লাইন