Header Ads

Breaking News
recent

শুক্লা মালাকার

শুক্লা মালাকার
 খসে যাওয়া 'ভাষা'র কথা 

ভয়ানক সুরে গান চলছে-
অর্ধ উলঙ্গ জেনারেশন নাচানাচি করছে
মাথার দুপাশ আঙ্গুলে টিপে 'ভাষা' বেরিয়ে এল ক্লাব থেকে

চতুর্দিকে আলো, একটুও অন্ধকার নেই
রাস্তা দিয়ে খুশি মনে হেঁটে চলে
প্রানভরে দেখে কসমোপলির ব্যাস্ততা
নীলকণ্ঠ হয়ে শহরের দুঃখ শুষে নিতে চায় ও-
মুহুর্তে বুকের মধ্যে ভয়ংকর মোচড়
ব্যস্ত শহরের আশি শতাংশ ভুলে গেছে তাকে
অনায়াসে...
দৌড়ে নেমে পড়ল গর্তে
মেট্রোর খোপে খোপে তখন ইংরেজি হিন্দি বাংলা মেশানো
অদ্ভুত শব্দবলয়-
বিরক্তিতে লাল 'ভাষা' ছিটকে নামল রবীন্দ্রসদনে
সংস্কৃতির আকাশে পেঁজা তুলোর মতো ভেসে বেড়াবে

নন্দন চত্বরে থোকা থোকা জটলা কবিতা, সংস্কৃতি,
রাজনীতি, গোটা বিশ্ব কোলে নিয়ে বসে আছে-
কোনার দিকের আবছায়ায় প্রেম,
প্রাণভরে নিঃশ্বাস নেয় 'ভাষা'-
নিজস্ব রঙের নিটোল জগতে মিশে যেতে চায়

স্তব্ধ হয়ে গেল,
চিরাচরিত পকেট থেকেও সে খসে পড়েছে
ঠোঁটে-মুখে বিদেশী শব্দ মেখে
কফি-বার্গার, আইসক্রিম-স্যান্ডউইচ গায়ে চাপিয়ে
আতলামি নিঃসঙ্কোচে নিঃস্ব করে চলেছে তাকে-

                               

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.