বর্ণমালা আমায় এক আকাশ মেলে ধরে অনন্ত
শব্দজালের বাঁধন ছিঁড়ে উড়ি এক ভোকাট্টা ঘুড়ি
পাড়ি দিই নির্মোহ বিহঙ্গ অন্তরঙ্গ সাদা-কালো মেঘে
বিষাদ পোড়াই, মুক্তি ওড়াই , রক্তক্ষরণ লিখি
নিলয়-অলিন্দে করুন শব্দবন্ধে ভাষালিপি
রুদ্ধ ক’রে গলা ভোলানো যায় কি মাতৃভাষা ?
হে আমার স্বদেশ এই আমার ভালোবাসা ?
২১শে ফেব্রুয়ারি ফিরে আসে তাই ১৯শে মের ভোরে
প্রতিবাদী কন্ঠ গর্জে ওঠে ‘মা’ মন্ত্র উচ্চারণে
প্রতিদিন অ আ ক খ প্রতিদিন ভাষাদিন রক্তক্ষয়ী বিবরণে ।।
Tags:
কবিতা