জীবন যাপন
যেটুকু বেহিসেবী সেটুকুই বাঁচা বটে। বাকিটুকু যাপন । খেয়ালী সখ বেয়ে নেশার ওপারে কয়েক মাত্রার যে বেসুর বাদন তাতে শিশুসুলভ হাততালি দেয় কালের দিওয়ানা।
অসময়ের ছুটকো ছাটকা ফুলের মত নিরিবিলি লাগে হাটখোলা। বেচাকেনা ফুরিয়ে ফেলে প্রয়োজন।
পড়ে থাকে বাহুল্য বোধে বিসর্জিত সম্পর্কহীন টুকিটাকি।
বর্ণময় কোলাজের এক একটা দামী স্ট্রোক। কী ভালো গায়কী তোমার। অথচ মাত্রা গুলিয়ে ফেল। আমার দুর্বলতায় গম্ভীর ছায়া ফেল। দুজনেই ছক্কা পাঞ্জা চেলে চেলে হয়রান! "স"এর সং আমাদের গিলে ফেলে। সার সন্ধানী আমরা বেমালুম খরচা হয়ে যাই এলেবেলে। এলিজি পড়ে কমেডির শেযপাতে। গায়ে গতরে বেড়ে ওঠে সম্পর্ক । মোম কিনে রাখি জন্মদিন আর স্মরণসভার আগাম প্রস্তুতি হিসেবে।
আমারও মাত্রাবোধ নামমাত্রে দাঁড়াচ্ছে । ঝপ করে ফিরে আসছি নস্টালজিয়ার শূন্য মাত্রায়।
আবার সরগম উঠছে দশ বাই দশ জুড়ে। আবার আলাদা আলাদা খাতায় ছক টানছি জীবন এবং যাপন।
Tags:
গদ্য কবিতা