রূপসী হেঁসেলের তরফ থেকে আমি জয়িতা দে সরকার আবার হাজির শব্দের মিছিলের পাঠকদের কাছে। এবার আমার সাথে রয়েছে রূপসী হেঁসেলের অন্যতম প্রিয় রূপসী সোমদত্তা কুন্ডু চ্যাটার্জ্জী। আমাদের এবারের বিষয়-ডায়েট ফুড। আজকাল সুন্দর মানেই তো ছিপছিপে গড়ন। শুধু মেয়েয়াই নয় ছেলেরাও আজকাল নিজেদের চেহারা নিয়ে যথেষ্ট সচেতন। আর তাই সকলের জন্য আমরা এনেছি বেশ কিছু ডায়েট ফুড রেসিপি ।
রেসিপি শেয়ার অবশ্যই করবো তার আগে দু-চার কথা আজের অতিথি সোমদত্তা সম্পর্কে। পড়াশুনা,ঘর-সংসার সমস্ত কিছু একা হাতে গুছিয়ে করেও নিজের সখ বজায় রাখতে রান্না শেখা এবং শেখানো,ফটোগ্রাফী,গান শোনা,গুনগুন করে দু-এক কলি গেয়ে ফেলা সবটাই খুব সহজে করতে পারে সোমদত্তা। বিদেশের মাটিতে রয়ে গেলেও সম্পূর্ন বাঙালীয়ানায় ভরপুর একটি উচ্ছ্বল,উজ্জ্বল এবং সবার প্রিয় নাম নাম সোমদত্তা কুন্ডু চ্যাটার্জ্জী । চলুন এবার চোখ রাখি রেসিপি তে।
১।
মিন্ট ফ্রুট পাঞ্চ -
মিন্ট ফ্রুট পাঞ্চ -
উপকরণ:
আধ কাপ যে কোনো আঙুর, ১/৪ কাপ আনারসের কুচি, ৬-৮ টি টাটকা পুদিনাপাতা, এক চা-চামচ পাতিলেবুর রস, এক চা-চামচ চিনি, আধ কাপ ক্লাব সোডা।
প্রণালী: পুদিনাপাতা থেঁতো করে রস বার করে নিয়ে পাতাগুলো ফেলে দিন। আনারস এবং আঙুর ব্লেন্ডারে মিক্স করে নিন। তারপর তাতে পুদিনার রস, চিনি, লেবুর রস, সোডা মেশান। কয়েকটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে বরফ কুচি দিন৷ তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই মকটেল৷
২।
ডায়েট ভেজিস্ ককটেল-
ডায়েট ভেজিস্ ককটেল-
উপকরণ : নিজের পছন্দমত যে কোন সবজি (যেমন- ব্রকলি, গাজর ছোট, মাশরুম, বিনস্, টমেটো, শশা, বিট), অলিভ অয়েল ১টেবিল চামচ/ ১ চামচ বাটার, নুন ও গোলমরিচ
প্রণালী
* সব সবজি একটি বাটিতে দিয়ে টমেটো ও শশা ছাড়া ১০ মিনিট মাইক্রোওয়েভ করে নিতে হবে অথবা গ্যাসে গরম জলে কিছুক্ষণ হালকা ফুঠিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
* প্যানে তেল / বাটার দিয়ে সব সবজি দিয়ে মাঝারি হাই হিটে ৬-৭ মিনিট ভেজে নুন ও গোলমরিচ দিয়ে নামিয়ে দিন, দুপুরে পেট ভর্তি করে খান।
* যারা ডায়েট করছেন তাঁরা এই খাবারটি খেতে পারবেন পেটপুরে, ওজন বাড়ার কোন চিন্তা না করেই।
৩।
চিকেন-কাবলি স্যালাড-
চিকেন-কাবলি স্যালাড-
অনেকের দুপুরবেলা বেশি খাওয়া হয়ে যায়। যার ফলে ওজন কমার বদলে বাড়তে থাকে। তাদের জন্য রইল দুপুর বেলার এক সুস্বাদু সালাদ। এই স্যালাড ভোজনরসিকদের মনকে শান্ত রাখবে এবং পাশাপাশি ওজনও কমাবে।
এই স্যালাড তৈরি করতে লাগবে মুরগির সেদ্ধ বোনলেস চিকেন ১কাপ, ফ্যাট ছাড়া দই ২ টেবিল চামচ (টক মিষ্টি দই ব্যবহার করতে পারেন), ১ টি শসা, ১ কাপ ছোলা বুট/ কাবলি সেদ্ধ, লেটুস, ১০/১৫ টি আঙুর,নুন এবং ১ চা চামচ অলিভ অয়েল।
পদ্ধতি:-
ছোলাবুট/ কাবলি সারারাত ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিন। মুরগির সেদ্ধ মাংস ছোট ছোট টুকরা করে নিন। শসা কেটে নিন কিউব করে। এরপর সব উপকরণ একসাথে দই এবং অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিন। দুপুরে ভারী খাবার বাদ দিয়ে এই স্যালাডটি খান, সাথে চাই একটু এক্সারসাইজ, ওজন কমবেই।
৪।
পাস্তা স্যালাড-
পাস্তা স্যালাড-

পদ্ধতিঃ
এই স্যালাড তৈরি করতে লাগবে ১ কাপ ম্যাকারনি, ১ কাপ ব্রকলি ছোট করে কাটা, ১কাপ সেদ্ধ মুরগির মাংস ছোট করে কাটা, ২ টি টমেটো কিউব করে কাটা, ১ টেবিল চামচ অলিভ অয়েল, নুন এবং সামান্য ভিনেগার। সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ৫-৬ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর এতে সামান্য লেবুর রস দিয়ে স্যালাডটি খান। ওজন কমানোর জন্য আপনার রাতের খাবার তৈরি।
Tags:
রূপসী হেঁসেল