স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
 ঘুড়ি 

কড়ায় গন্ডায় লুঠ করে গা-ঢাকা দিয়েছে চৈত্র,
মূল্যরহিত দ্রব্যসমূহও ডাকাতির থাবাজব্দ---

ছিল বহুলতা,থরে থরে,পত্রৈশ্বর্য-ডালি
বয়স্ক কাছিমের পিঠের মতন বর্তুলাকার
সুদৃঢ় সমৃদ্ধি;আজ বিশুষ্ক না-থাকা
ক্লিপে আটকে হাড়ে পাঁজরে টানটান মেলে দেওয়া...

ফেরারি হয়েছে চৈত্র,সীতার মতো ছড়িয়ে গেছে
তুমুল লুন্ঠনের প্রমাণ। শুঁকে শুঁকে পুলিশ কুকুর রণে
ভঙ্গ দিয়ে নাতিদূরে বিশ্রাম গিলছে...

একটি সবুজ ঘুড়ি খড়ি-ওঠা ডালে ডালে ভোকাট্টা-সন্তাপ
যত্ন করে মুছে প্রকাশিত হয়ে আছে...







একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন