আমাদের বাংলাভাষা আমাদের স্মৃতিপোড়া ছাই
আমাদের স্বপ্নসাধ আমাদের রতি-আনা-পাই
এ-ভাষার সবুজ ডালে যদি বসে ডাকে কোন পাখি
আমারও বুকের রক্তে চলকে ওঠে শব্দ নাকি পানি?
ঢেউ ভাঙে ঢেউ গড়ে, বর্ণমালা ভাঙে প্রতিদিন
আমাদের শব্দব্রহ্ম, আমাদের হিরণ্ময় জিন
যে ভাষায় কথা বলে শুধু এক কবি ও পাগল
দু’জনেই মতিচ্ছন্ন, ধরে কিন্তু ভাষার লাঙল
ফলকে স্বর্ণরেণু, হাতে লাগছে মায়ার সুবাস
কেন না ভাষা যে মা, বুকে তার সুবিমল শ্বাস
আমাদের কষ্টক্লেশ আমাদের উচ্চারণ-ভীতি
আমাদের শীর্ণা মা, কণ্ঠে বাজে অবিনাশী-গীতি
আমাদের বাংলাভাষা আমাদের ঘুঁটেপোড়া ছাই
আমাদের বেঁচে থাকা, আমাদের গল্পগাথা চাই
Tags:
অন লাইন