x

আসন্ন সঙ্কলন

গোটাকতক দলছুট মানুষ হাঁটতে হাঁটতে এসে পড়েছে একে অপরের সামনে। কেউ পূব কেউ পশ্চিম কেউ উত্তর কেউ দক্ষিণ... মাঝবরাবর চাঁদ বিস্কুট, বিস্কুটের চারপাশে লাল পিঁপড়ের পরিখা। এখন দলছুট এক একটা মানুষ এক হয়ে হাঁটছে চাঁদ বিস্কুটের দিকে। আলাদা আলাদা মানুষ এক হয়ে হাঁটছে সারিবদ্ধ পিঁপড়েদের বিরুদ্ধে। পথচলতি যে ক'জনেরই নজর কাড়ছে মিছিল তারাই মিছিল কে দেবে জ্বলজ্বলে দৃষ্টি। আগুন নেভার আগেই ঝিকিয়ে দেবে আঁচ... হাত পোহানোর দিন তো সেই কবেই গেল ঘুচে, যেটুকু যা আলো বাকী সবটুকু চোখে মেখে চাঁদ বিস্কুট চেখে চেখে খাক এই মিছিলের লোক। মানুষ বারুদ কিনতে পারে, কার্তুজ ফাটাতে পারে, বুলেট ছুঁড়তে পারে খালি আলো টুকু বেচতে পারেনা... এইসমস্ত না - বেচতে পারা সাধারণদের জন্যই মিছিলের সেপ্টেম্বর সংখ্যা... www.sobdermichil.com submit@sobdermichil.com

অতিথি সম্পাদনায়

মৌমিতা ঘোষ

শব্দের মিছিল

অতিথি সম্পাদনায়

মৌমিতা ঘোষ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০১৭

রত্না দাশগুপ্ত আইচ

sobdermichil | ফেব্রুয়ারী ২১, ২০১৭ |
রত্না দাশগুপ্ত আইচ
 আবর্তন 

চারপাশে যা কিছু তোমার
তার সবটুকু কেমন পাল্টে যাচ্ছে অহরহ,
আবর্তনের সূত্র মেনে দিনরাত্রি,
পাল্টে যাচ্ছে গাছের পাতারা
কাল যা ছিল সবুজব অঙ্গীকার হেমন্ত বাতসে
বিদায়ের মর্মর নিঃশ্বাস।
পাল্টে যাচ্ছে প্রকৃতির ক্যানভাস
সকাল থেকে রাত
গোধূলি ধূসর পেড়িয়ে সেঁজুতির সাজে
দূর্গম হিমরাতের বুক সাঁতরে আসে ভোরের সূর্য।
কখনও অমলতাসের ছাওয়ায় বিশ্রাম নিতে চায়
দীর্ঘ দগ্ধ দ্বিপ্রহর
এ চলার সবটাই নিয়মের অনুশাসনে
কেবল হৃদয়ের খেয়ালখুশিটকু ছাড়া
কখনও আকাশ স্ফটিক স্বচ্ছ
পেঁজা মেঘ ছুঁয়ে যায় মনের অলিন্দ, জমিতে
ঝরে পড়ে কৃষ্ণচূড়া দখিনা বাতাসে।
কোকিল তানে হৃদয়ের গ্রন্থি বাঁধে নতুন সুর
কখনও দীর্ঘ বর্ষায় ফুঁসে ওঠে নদী
ভেঙে পড়ে বাঁধ
তীব্র জলোচ্ছাসে ভেসে যায় এ কুল ও কুল।
তবু তারও মেয়াদ আছে
দীর্ঘায়িত বরষার অবসনে
হৃদয়ের আকাশ একদিন হঠাৎই বদলে যায়
শূন্য আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ভরাট নরম রোদ্দুরে
দীর্ঘ দূর্যোগের পরে উর্বর হয় হৃদয়।
হৃদয়ের জমিতে মাথা তোলে
নতুন সবুজ চারা।Comments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

 

এই ব্লগটি সন্ধান করুন

Support : FACEBOOK PAGE.

সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ ,আহ্বায়ক : দেবজিত সাহা

Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.