Header Ads

Breaking News
recent

রত্না দাশগুপ্ত আইচ

রত্না দাশগুপ্ত আইচ
 আবর্তন 

চারপাশে যা কিছু তোমার
তার সবটুকু কেমন পাল্টে যাচ্ছে অহরহ,
আবর্তনের সূত্র মেনে দিনরাত্রি,
পাল্টে যাচ্ছে গাছের পাতারা
কাল যা ছিল সবুজব অঙ্গীকার হেমন্ত বাতসে
বিদায়ের মর্মর নিঃশ্বাস।
পাল্টে যাচ্ছে প্রকৃতির ক্যানভাস
সকাল থেকে রাত
গোধূলি ধূসর পেড়িয়ে সেঁজুতির সাজে
দূর্গম হিমরাতের বুক সাঁতরে আসে ভোরের সূর্য।
কখনও অমলতাসের ছাওয়ায় বিশ্রাম নিতে চায়
দীর্ঘ দগ্ধ দ্বিপ্রহর
এ চলার সবটাই নিয়মের অনুশাসনে
কেবল হৃদয়ের খেয়ালখুশিটকু ছাড়া
কখনও আকাশ স্ফটিক স্বচ্ছ
পেঁজা মেঘ ছুঁয়ে যায় মনের অলিন্দ, জমিতে
ঝরে পড়ে কৃষ্ণচূড়া দখিনা বাতাসে।
কোকিল তানে হৃদয়ের গ্রন্থি বাঁধে নতুন সুর
কখনও দীর্ঘ বর্ষায় ফুঁসে ওঠে নদী
ভেঙে পড়ে বাঁধ
তীব্র জলোচ্ছাসে ভেসে যায় এ কুল ও কুল।
তবু তারও মেয়াদ আছে
দীর্ঘায়িত বরষার অবসনে
হৃদয়ের আকাশ একদিন হঠাৎই বদলে যায়
শূন্য আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ভরাট নরম রোদ্দুরে
দীর্ঘ দূর্যোগের পরে উর্বর হয় হৃদয়।
হৃদয়ের জমিতে মাথা তোলে
নতুন সবুজ চারা।কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.