প্রথম পাঠ
শুরুতেই জেনেছি, কত জন্ম থেকে তুমি আমার আলো
কী আশ্লেষে পেরিয়ে এসেছি প্রত্যেক অধ্যায় ও অনুশীলনী
ক্রমশ নিবিড় হয়ে উঠেছো তুমি, আর সেই লাবণ্যছটায়
দূরে সরে গেছে আমার যাবতীয় অন্ধকার।
তোমার অন্তত একটা পাতা পড়লেই হবে প্রতিদিন
আমার জন্য এমন নিয়মই বরাদ্দ করেছো তুমি,
আমি তবু আনকোরা পাঠকের মতো, চিরচেনা
বইটাকে প্রথম পাঠের আগ্রহে পড়ি রোজ!
কী আশ্লেষে পেরিয়ে এসেছি প্রত্যেক অধ্যায় ও অনুশীলনী
ক্রমশ নিবিড় হয়ে উঠেছো তুমি, আর সেই লাবণ্যছটায়
দূরে সরে গেছে আমার যাবতীয় অন্ধকার।
তোমার অন্তত একটা পাতা পড়লেই হবে প্রতিদিন
আমার জন্য এমন নিয়মই বরাদ্দ করেছো তুমি,
আমি তবু আনকোরা পাঠকের মতো, চিরচেনা
বইটাকে প্রথম পাঠের আগ্রহে পড়ি রোজ!
Tags:
কবিতা