অব্যক্ত
সূর্যোদয়ের প্রাক্বালে দিগন্তে হঠাৎ দেখা
রক্তিম আলোকরেখার ভাষা বোঝে
শুধু পথভোলা সেই পথিক;
ঘনকালো মেঘের ভিতর থেকে ছুটে আসা বৃষ্টিরেখা,
ভাদ্রের রোদছায় আকাশ থেকে ঝরেপড়া ইলসেগুঁড়ি
তফাৎ করতে পারে শুধু প্রেমিকযুগল;
ময়ূরের সাতরঙী কলাপ,
মরালীর তির্যক গ্রীবাভঙ্গির
আবেদন ফোটে শুধু শিল্পীর তুলিতে;
শিশির ভেজা ভোরে শিউলির মনকেমন
রৌদ্রতপ্ত গ্রীষ্মের দুপুরে ধানক্ষেতের দীর্ঘশ্বাস
ধরা পড়ে শুধু ঊদাসী বাউলের একতারায়
এসব ছোঁয় না কোন নাগরিক মন
যেমন করে ছোঁয়া হল না স্থির চোখের কত ভাষা
যেমন করে ছোঁয়া হল না কত আঙুলের শীতলতা
যেমন করে ছোঁয়া হল না কত কম্পিত ঠোঁটের ব্যগ্রতা
অথচ কত শব্দ, কত বাক্য গড়েছি অনুক্ষন
কত তর্কবানে বিদ্ধ আলস্য সায়ন
যদি ছোঁয়া যেত সব নিস্তব্ধ মনের গভীরতা
তবে কোনও গোলাপ আজ রক্তাক্ত হোতো না।
সূর্যোদয়ের প্রাক্বালে দিগন্তে হঠাৎ দেখা
রক্তিম আলোকরেখার ভাষা বোঝে
শুধু পথভোলা সেই পথিক;
ঘনকালো মেঘের ভিতর থেকে ছুটে আসা বৃষ্টিরেখা,
ভাদ্রের রোদছায় আকাশ থেকে ঝরেপড়া ইলসেগুঁড়ি
তফাৎ করতে পারে শুধু প্রেমিকযুগল;
ময়ূরের সাতরঙী কলাপ,
মরালীর তির্যক গ্রীবাভঙ্গির
আবেদন ফোটে শুধু শিল্পীর তুলিতে;
শিশির ভেজা ভোরে শিউলির মনকেমন
রৌদ্রতপ্ত গ্রীষ্মের দুপুরে ধানক্ষেতের দীর্ঘশ্বাস
ধরা পড়ে শুধু ঊদাসী বাউলের একতারায়
এসব ছোঁয় না কোন নাগরিক মন
যেমন করে ছোঁয়া হল না স্থির চোখের কত ভাষা
যেমন করে ছোঁয়া হল না কত আঙুলের শীতলতা
যেমন করে ছোঁয়া হল না কত কম্পিত ঠোঁটের ব্যগ্রতা
অথচ কত শব্দ, কত বাক্য গড়েছি অনুক্ষন
কত তর্কবানে বিদ্ধ আলস্য সায়ন
যদি ছোঁয়া যেত সব নিস্তব্ধ মনের গভীরতা
তবে কোনও গোলাপ আজ রক্তাক্ত হোতো না।
Tags:
কবিতা