মিজান ভূইয়া



 মাটির গান 

ঘর আছে
ঘরে গেলে
ওই নদীটা আমাকে ডাকে
ওই বনের মাথায় বসে ডাকে চাঁদ,
মানুষের সান্নিধ্য আর ভাল লাগে না
তাই মিষ্টি গন্ধ হয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকি ফসলের মাঠে;
আমার সাথে খেলতে আসে মাছ,
খেলতে আসে পাখি;
এক জীবনে মানুষ আমাকে চিনেনি
তাই পথে পথে ঘুরে ঘুরে মাটির গান শুনি...

এখন
মাছ পাখি চাঁদ নদী
এইতো জীবন।

Previous Post Next Post