মেঘনা চট্টোপাধ্যায়



 কল্পবাস 

তোকে সাগরমেলায় নিয়ে যাব সুকুমার
টায়ারের চটি, কুটকুটে কম্বল,  তাপ্পিমারা ঝোলা
শরীরে সব কষ্ট পুষিস দুদিন আগে থেকে
ব্রতের আগে সংকল্প করতে হয়,হারিয়ে যাবার আগেও
সাগরে পৌঁছে একে একে খুলে নেবো
তোর ঝোলা, চটি, কম্বল, ধড়া, চূড়ো,
মুখোশের নীচে জমাট কালি, চরের নীচে চোরা স্রোত…।
আমার কোলে সদ্যোজাত নিদাগ নির্জন তুই
দীর্ঘ প্রলয় শেষে ঘুমিয়ে পড়ব ভিজে মাটিতে
মন্দিরের সব সিঁড়ি ধুয়ে দেবে নোনা ঢেউ
দেওয়াল জোড়া আয়নায় পরস্পরকে দেখবো সুতোবিহীন
চ্যাপেলের পাঁজর খামচে স্বীকারোক্তি দেবো
তোকে সহজ শেখাবো – সহজ করে
রাত বাড়লে  সব তারা চিনিয়ে দেবো
পীরবাবার জোব্বার প্রান্তে এঁকে রাখবো প্রণাম
পুণ্যি কি আরো আরো অনেক দূরে?
আমরা দূরে যাব সুকুমার…..
বিনাটিকিট…সমস্তিপুর… উবু হয়ে বসব'খন
ছোলামুড়ি জীবন,উকুনবাছা জীবন, ন্যাতাকানি জীবন নেবো
আমরা কুম্ভে যাব সুকুমার, কল্পবাসে !



Previous Post Next Post