হোমএকক ছড়া মন্দিরা ঘোষ মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০১৭ 2 min read 0 শহীদ স্মরণ বৃষ্টি ঝরুক শব্দে আমার বজ্র নামুক কলম জুড়ে আমার মাটি ভাষার শরীর গর্ব ভীষণ গানের সুরে ভাষার গায়ে বিষাদ ছেটাও ভাষার টানে হাজার জীবন শাসক চোখের আগুন বিষে একুশের রাত শহীদ যাপন গর্জে উঠুক আবুল রহিম থমকে যাওয়া জীবন সেদিন ভাষার সুদিন ফিরুক আবার রক্তগোলাপ ভাষার স্মরণ Tags: একক ছড়া ছড়া 4.94 / 169 rates Facebook Tweet অনুলিপিLink Copied শেয়ার করুন