কোয়েলী ঘোষ

 কোয়েলী ঘোষ
 বাংলা আমার 

বাংলা আমার দখিনখোলা জানলা,
এক ঝলক স্নিগ্ধ বাতাসে বয়ে যাওয়া প্রাণ, রৌদ্রজ্জ্বল সকালের আকাশভরা গান ।
বাংলা আমার নির্ঝর এক বয়ে চলা নদী --
এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে পদ্মা মেঘনা ভাগীরথী,  ভেসে যাই নিরবধি ।
বাংলা আমার শ্লোগান প্রতিবাদ,
রক্তাক্ত রাজপথের মুক্তিযুদ্ধের , নবজাগরণের, শোণিতে প্রবহমান অমৃত আস্বাদ ।
বাংলা আমার মায়ের ছায়ামাখা আঁচলের কোল,
বিভোর ভালবাসা, হাসি কান্না উজাড় করা স্বপ্ন রঙিন দোল ।
বাংলা আমার মধুর ভাষা ,
জন্ম থেকে মৃত্যু অবধি বাঁচিয়ে রাখা -- বার বার এই মাটিতে ফিরে  আসার আশা ।
বাংলা আমার, বাংলা সবার, বাংলা আজকের ,
আগামীর  অনাগত প্রজন্মের ।






একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন