আমার লেখায় আমি স্বাধীন
তাই, আয়, লেখায় তোকে জন্ম-দি,
তোকে রূপ দি,
তারপর তোর-আমার আনকোরা ভাষা লিখি,
নিছক এক প্রেম লিখি,
উষ্ণ শরীরে বৃষ্টি লিখি,
ছোট এক সিঁদুর তোলা স্বপ্ন লিখি।
আয়, লেখায় তোকে ক্লেশ-দি,
তোর চরিত্রে দাগ দি,
তারপর,
তোর আমার মনগড়া অভিমান লিখি,
দমচাপা পাঁচিলের গায়ে,
শীতল কোনো দুপুর লিখি,
কোনো নির্মম মৃত্যু লিখি ।
তাই, আয়, লেখায় তোকে জন্ম-দি,
তোকে রূপ দি,
তারপর তোর-আমার আনকোরা ভাষা লিখি,
নিছক এক প্রেম লিখি,
উষ্ণ শরীরে বৃষ্টি লিখি,
ছোট এক সিঁদুর তোলা স্বপ্ন লিখি।
আয়, লেখায় তোকে ক্লেশ-দি,
তোর চরিত্রে দাগ দি,
তারপর,
তোর আমার মনগড়া অভিমান লিখি,
দমচাপা পাঁচিলের গায়ে,
শীতল কোনো দুপুর লিখি,
কোনো নির্মম মৃত্যু লিখি ।
Tags:
কবিতা