Header Ads

Breaking News
recent

দেবাশীষ জানা

দেবাশীষ জানা
 নামহীন কথারা 

(১)

আমার এটা মেঘজন্ম
সাথে নিও তুমি ছাতা বা বর্ষাতি,
আমাদের দেখা হতে পারে একটি নদীর বাঁকে -
নদীটির নাম ইছামতী ;
আমার মৃত্যু লেখা আছে মৌসুমী বায়ুর কাছে,
আর আমার বাকি সমস্ত কথা
স্রোতে ভেসে গেছে।

(২)

আমি কিভাবে দেবো আমার পরিচয়
পাশাপাশি এক জীবন হেঁটে গেলাম
তারপরও কি সব দেওয়া যায় ?

(৩)

ঐ যে নদী
তার বুকে শুয়ে আছে চর ,
ওখানে কেউ নেই শুধু বসে একটি নীলকণ্ঠী পাখী
গতজন্মে আমিইতো ছিলাম ওর বর।

Blogger দ্বারা পরিচালিত.