অবিনাশী বাংলা
অলৌকিক ভোরের সেই প্রভাতফেরি,
বাহান্নর একুশে ফেব্রুয়ারি।
সালাম, রফিক, বরকত-
ঢাকার রাজপথে ফুটিয়েছে কোকনদ।
দুঃখিনী মা তোর অনন্ত দুখ,
তোর কপালে নেই তো সুখ।
আবার ও-
একষট্টির উনিশে মে,
ঢাকার রাজপথ মিশেছে অসমের শিলচরে।
ফুটেছে লালপদ্ম পুলিশের গুলিতে,
শুধু মা তোর ভাষার তরে।
সহস্র গৌরবে গরিয়সী,
তোর ভাষা মা মহিয়সী,
মায়ের চেয়ে এখন আবার,
মাসির দরদ বেশি।
মাসি এখন ঘরে ঘরে,
তুমি রয়েছ অনাদরে,
বৃদ্ধাশ্রমে- নির্বাসনে।
আবার আসুক আট-ই ফাগুন,
মোদের বক্ষে জ্বলুক আগুন।
সেই আগুনে চিত্তশুদ্ধি,
বাংলা আমার অবিনাশী।
অলৌকিক ভোরের সেই প্রভাতফেরি,
বাহান্নর একুশে ফেব্রুয়ারি।
সালাম, রফিক, বরকত-
ঢাকার রাজপথে ফুটিয়েছে কোকনদ।
দুঃখিনী মা তোর অনন্ত দুখ,
তোর কপালে নেই তো সুখ।
আবার ও-
একষট্টির উনিশে মে,
ঢাকার রাজপথ মিশেছে অসমের শিলচরে।
ফুটেছে লালপদ্ম পুলিশের গুলিতে,
শুধু মা তোর ভাষার তরে।
সহস্র গৌরবে গরিয়সী,
তোর ভাষা মা মহিয়সী,
মায়ের চেয়ে এখন আবার,
মাসির দরদ বেশি।
মাসি এখন ঘরে ঘরে,
তুমি রয়েছ অনাদরে,
বৃদ্ধাশ্রমে- নির্বাসনে।
আবার আসুক আট-ই ফাগুন,
মোদের বক্ষে জ্বলুক আগুন।
সেই আগুনে চিত্তশুদ্ধি,
বাংলা আমার অবিনাশী।
Tags:
কবিতা