বিকাশ চন্দ



 ভাষা অভিমান 

অক্ষর শব্দ বর্ণ মালা বোঝে না স্বাধীনতা
তবু ও বুঝে ছিল মুক্তপ্রাণ দোয়েল পাখির ডাক
মোটা ভাত কাপড় আর নিজস্ব ভাষা
মুক্ত মন মানে তো অনুক্ত আধিকার কথা
সমস্ত চোখের জলের রং স্বাদ  এক
দেশ কাল মাটি গড়ে ভাষার শরীর
এখন বিমুক্ত পদ্মা মেঘনা গঙ্গার টানএ
সীমা রেখা বার বার সীমান্তে ডাকে
শাপলা শালুক জানে সমস্ত বুকের রক্তে রাঙা শব্দমালা
অক্ষর হৃদয় খুঁড়ে প্রতিবার ফিরে আসে একুশে ফেব্রুয়ারি।

মুক্তমনা ব্লগার এসব জানে তবু  মৃত্যু ডাকে
কোথাও কি দ্বন্দ্ব আছে অন্ধ রাতের ভেতর
আমার ও বাংলা ভাষায় অন্তর্গত প্রাণের সংলাপ
ধর্ম্মন্ধ কুয়াশা এখন সীমান্ত  পারাপার
হায় ভাষা সংগ্রাম নিজস্ব চেতনা বিলাপ-
স্বাধীনতা বোঝেনা গোপন মৃত্যু
দুহাতে আঁচল ছড়িয়ে দুয়ার আগলে মা
বাছারা ফিরে আসবে রক্তেঘামে ভিজে
কান্নার ও শব্দ আছে ভাষা তা কি বোঝে?

প্রেম প্রীতি  ভালোবাসা কুণ্ডলীপাকায় আনাড়ী
ওই দ্যাখ  ওখানে সারিবদ্ধ আসন পাতা
হৃদয় পেতেছে হাত বর্ণাক্ষ্ররা উবুড় করেছে প্রাণ
ওখানেই এক হয়েছে জামিন আসমান
বাংলা আমার  চতুরপার্শ্বে ভাষা-অভিমান।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন