বিদিশা সরকার

বিদিশা সরকার
 মা ভাষা 

মা ভাষা এখনও পথ চেয়ে ।
খবর হারিয়ে গেছে
মৃত সন্তানের মুখে বুলি
কষ বেয়ে , জীবাশ্মের দ্রোহ
ছাই হয়ে কার্তুজে কামানে !

কিছু বলা, কিছু না বলারা
টার্গেটে সহনশীল তবু
শব্দগুলো ফুল হয়ে ফুটে
হয়েছিল বাগান রচনা
স্পর্ধা হাসে করমর্দনও
চেনা মুখও কখনও বিবাদী
রূপসী বাংলা আজও নাকি
বিদেশী শব্দে প্রতিবাদী !




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন