উদ্বায়ী সময়ের আলফাজ
সম্পর্কের মরা মুখে
সাদা ফেনা গুলোয়
বুদ বুদ কাটছে এখন ও
সম্ভবনার যোনি পথে
আলপনা আঁকছে জেহাদী চাহিদা
শ্মশান হৃদয় কে স্পর্শক করে
এগিয়ে চলেছে সময়
মিলেনিয়ম পার্কটা ডানদিকে রেখে
ফুটপাথ ধরে এগোতেই
মন জুড়ে "হোক কলরব"
চল ছোট হই আবার
চল উলঙ্গ হই আবার
ইনকিউবেটর এ রাখা
প্রিমেচিয়োর বেবীগুলোর মত
শুষে নি সব উষ্ণতা
ভুলে যাই নিষাদ যাপন
"In the depth of winter I finally learnt that within me lay an invincible summer"
সম্পর্কের মরা মুখে
সাদা ফেনা গুলোয়
বুদ বুদ কাটছে এখন ও
সম্ভবনার যোনি পথে
আলপনা আঁকছে জেহাদী চাহিদা
শ্মশান হৃদয় কে স্পর্শক করে
এগিয়ে চলেছে সময়
মিলেনিয়ম পার্কটা ডানদিকে রেখে
ফুটপাথ ধরে এগোতেই
মন জুড়ে "হোক কলরব"
চল ছোট হই আবার
চল উলঙ্গ হই আবার
ইনকিউবেটর এ রাখা
প্রিমেচিয়োর বেবীগুলোর মত
শুষে নি সব উষ্ণতা
ভুলে যাই নিষাদ যাপন
"In the depth of winter I finally learnt that within me lay an invincible summer"
Tags:
কবিতা