অনুক্তা ঘোষাল

অনুক্তা ঘোষাল
 খাসা তোর ভাষা  

সঞ্চয় মোর ঢের কিছু আজ,ফরাসি, হিন্দি, জার্মান ।
বাংলা, সে তার পরিচিতিতে শুধু  যে খোয়ালো মান।
অন্য ভাষা কত যে মধুর, বলে তা কত যে সুখ-
বাংলা? সে তো লোক সমুখে ডোবাল যে মোর মুখ।

মাতৃভাষা নয়কো খাসা
লাজ বাঁচাতে অন্য ভাষা
নিলাম আমি আপন করে
স্বল্প শুধু চেষ্টা করে ।
বাঙালি আমি বাংলা ভুলে ,
পাশ্চাত্যের ইন্দ্রজালে,
চলছি কেমন সাহেব চালে -
দেখছ তা কি তুমি?

"বাংলা আমি ", উপেক্ষিত, বাঙালি তোমার কাছে ।
একলা কোণে দাঁড়িয়ে আমি, হাজার ভাষার মাঝে ।
আপন ভাষা নিজের কাছে আপন অহংকার ।
তবুও তুমি করলে কেন আমায় অস্বীকার ?

তবুও আছি স্বমহিমায় আছে ঐতিহ্যের বল।
ছিল আছে থাকবে জেনো, বাংলা অবিচল।।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন