অন্তর্লীনা দত্ত

 অন্তর্লীনা দত্ত
 পাড়    

মৃতের চোখে জল থাকে না
আঁধার -ঢালা চোখ -
নিথর -মণি  অপলক
লক্ষ্য  পরলোক ।

এখান থেকে যে পথ গেছে
স্বর্গপুরীর দিকে ,
সে-পথ হেঁটে মা চলেছেন
আমার মনের চোখে ।

মূক্হাগ্নির কালো ধোঁয়ায়
জ্বলেছে  আমার চোখ -
কাঠের চিতায় পুড়ে ছাই
মায়ের প্রতি ক্ষোভ ।

জ্যান্ত মায়ের সঙ্গে ঝগড়া
নিত্য -প্রতিদিন ,
এখন একলা ঘর ,শূন্য আমি
বোবা-কালা দিন......






একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন