অলভ্য ঘোষ

অলভ্য ঘোষ
 ফাঁদ 

ফাঁদ পেতে বসে আছে পাখিওয়ালা ।
তোতা, ময়না,টিয়ে,দোয়েল,শালিক,
মাছরাঙা, ফিঙে,বউকথাকও বিদেশী
লিনিওলেটেড, ম্যাকাও, হলুদ টিয়া,
গ্রে-প্যারট, ল্যামবার্ড, রেড রাম,
কাকাতুয়া, ডাইমন্ড ডু,পিনথ, ককাটেল,
রোজিলা, গোল্ডিয়ান পিচ্চে, পোরপাচ,
গোর্কী গালা কাকাতুয়া, লাভবার্ডস ,
ফরফাস ,বাজরিগার পেলে সোনায়
সোহাগা ।পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি
করবে । গেরস্তর দের বারান্দার কোণে
খাঁচায় ঝুলবে পাখি । কারো বা দাঁড়ে পায়ে
চেন বাঁধা অবস্থায় পাখি গাইবে কৃষ্ণ
নাম । গৃহস্বামীর সুখ গান গাইতে না
পারলে দানা পানি বন্ধ করে দেবে ।
সহবত শিখতে কোন কোন পাখিকে
কালো ছাতার কাপড়ে ঢেকে রাখা হবে ;
লোক চক্ষুর অন্তরালে ।

পাখিরা ভাবে; পাখিওয়ালা কি নিষ্ঠুর!
নিজের জন্য একটা পাখিও রাখার
সাধ হয় না তার ।পাখিওয়ালা বলে;
- সাধ তো হয় ; তবে সাধ্যে কুলায় কই ।
এই দেখ ম্যাকাও তুমি কত শিক্ষিত
তবুও তোমার দাঁড় চাই । দাঁড়েতে
দাঁড়িয়ে থেকে প্রেম হয় ।
তার জন্য একটা আকাশ দরকার ।
যার খাঁচার মতো কোন জালের দরজা
নেই । নেই তোমার পায়ের বেড়ির
মত বন্ধন ।

পাখিরা বলে ;
-তবে তুমি আমাদের ধর কেন?
পাখিওয়ালা হাসে !
-তোমরা ধরা দাও বলেই না;
আমি ধরতে পারি ।
পাখিরা বিরক্ত হয় !
-আমাদের তুমি ঠকাও ফাঁদ পেতে ।
পাখিওয়ালার হাসি থাকে অম্লান ;
-এই দেখ চোরের জন্য দ্বার খুলে
রাখলে ; চোর যদি চুরি করে । দোষটা
কার চোরের না মনিবের । তোমরা
তো আমার ফাঁদে জেনে শুনে আকৃষ্ট
হও সখি ।

পাখিরা বলে ;
- হব না তোমার ঐ তেলাপোকার মত
লকলকে শিশ্ন দৃঢ় হলে পরে ; ময়ূরেরা
ভাবে সাপ । তোমার ঐ দীর্ঘ বক্ষ যুগল ;
যেন স্বর্গের নন্দনকানন । চোখ দুটো যেন
শেষনাগের অমৃত হ্রদ । ঠোঁট দুটো যেন
সমুদ্রর ফেনা দিয়ে তৈরি করা হয়েছে
শুধু চুমু খাবার জন্য । বটবৃক্ষের মতো
তোমার এক মাথা চুল যেন শান্তির নীড়।
নাকখানা যেন পায়রার বোমা ।
দূর দূরান্ত থেকে স্বাচ্ছন্দ্যে চিনে নেওয়া
যায় তোমাকে ।

তারপর বহুদিন কাল হওয়ার মত উবে যায়
পাখিওয়ালা ঘুণাক্ষরেও টের পায় না । বুঝতে পারে
যখন ; তখন তার ঢেঁকির মুখের মত শিশ্নটা
নিম্নমুখী । দারিদ্র আর বয়সের চাপে তার প্রসারিত
বক্ষ যুগলের হাড়ে এখন পাখির খাঁচার মতো ক্ষুধার্ত
পাঁজরের ভাস্কর্য । চোখ দুটো যেন ছানি পড়ে ঘোলা
নালার জল । ঠোঁট দুটো যেন উচ্ছিষ্টের ভাগাড় ।
মাথার কেশ বিন্যাস আজ মরূদ্যান হয়ে ; যেন
বসন্ত শেষের পাতা ঝরা গাছ । পাখিদের
আকৃষ্ট করার মত পাখিওয়ালার আজ আর কিছু
নেই। ফাঁদ পেতে সে বসে থাকে । কোনো পাখি
আর আসে না তার কাছে । ফাঁদের দড়িতে পড়ে
না টান ।

হটাৎ একদিন ভর দুপুরের ঝিমুনির ফাঁকে পাখিওয়ালা
দেখে ;সাক্ষাত যমের মত একটা কালো কুচকুচে
দাঁড় কাক এসে দাঁড়িয়েছে তার সামনে । পৃথিবীর
কোন দেশে কে পোষে এই অলুক্ষুনে পাখি ।
পাখিওয়ালা জানে না । আমস্টারডামে নাকি
পতিতাদেরও সামাজিক স্বীকৃতি আছে;তবু কেন
সমাজের নোংরা খেকো ঝাড়ুদার কাকেরা অস্বীকৃত
এদেশে ; তা জানে না পাখির দালাল এই পাখিওয়ালা
আর পতিত কাকেরা । তলায় তলায় কাকের
উপকার উপভোগ করলেও ; বাড়ির চৌহদ্দিতে
কাক দেখলে ; অমঙ্গলের কথা ভেবে গৃহস্বামী
তাড়ায় ছ্যাঃ ছ্যাঃ করে ! পাখিওয়ালাও বলে ;
-হুশ যা !
দাঁড় কাক বলে ;
-আমার নামের আগে দাঁড় থাকলেও
আমি কাকাতুয়ার মতো দাঁড়ে থাকি না ।
আমাকে ধর তোমার ফাঁদে ।
পাখিওয়ালা রেগে ওঠে ।
- বেরো দূর হ! তোকে ধরে লাভ নেই । ছুঁলেই
এইডস হতে পারে ।
কাক বলে;
-পাখিরা বলে তুমি নাকি পোষার মত পাখিই
পাওনি আজ অবধি । যে পাখি বেঁধে নয় ছেড়ে
পোষা যায় । আমাকে তুমি তোমার গৃহিণী করবে
পাখিওয়ালা ।আমি খাঁচা বা দাঁড় ছাড়াই তোমার পোষ
মানবো ।
পাখিওয়ালা আরো রেগে তিরস্কার করে ;
-দূর হ ঘাটের মরা ; যমের ও অরুচি !
পোড়ারমুখী কাক তখনো বলে;
- আমি তোমার উপরের হারিয়ে যাওয়া
ক্ষণিকের রাংতার আড়ালের চকলেটের মত হৃদপিণ্ড টার
ভালবাসায় অকৃষ্ট হতে চাইছি পাখিওয়ালা ।
ওটা যেন অন্নপূর্ণার হাড়ি কখনো ফুরাবে না ।

এবার পাখিওয়ালা একটু নরম হয় ; খিদেটা
তার চন চনে পেয়েছে বেশ । ভাবে ;যেচে আসা
সুযোগ হাত ছাড়া করা কি ঠিক হবে !!
একবারও ভাবে না; এই প্রথম কোন পাখি
পাখিওয়ালার বাইরে আবহবিকারে জীর্ণ
শরীর মন্দিরের ফাঁদে নয়;
ভেতরের দেব দর্শনের কদর করছে ।

ফাঁদের দড়িতে পড়ে টান ।
কাক বলে ;
-আমি ধন্য পাখিওয়ালা চির কৃতজ্ঞ তোমার কাছে ।
পাখিওয়ালা কাকের ঘাড় মটকানোর আগে বলল;
-এবার তুই মরবি ।
কাক বলে ;
-মরেও সুখ ;ভালোবাসায় বঞ্চিত হয়ে বাঁচার চেয়ে ।

শহরের আস্তাকুড়ে মানুষের নোংরা আবর্জনা সাফ
করতে করতে কাক টা বোধহয় বিষাক্ত কিছু পুষছিল
নিজের পাকস্থলীতে । সেই রাতেই ভেদবমি তে
পাখিওয়ালা মারা গেল কাকের মাংস খেয়ে ।

সকাল হতে না হতেই রাজ্যের চিল ও শকুন
ছুটে এলো পাখি ওয়ালার মৃত দেহে আকৃষ্ট হয়ে ।
খুবলে খুবলে খেল তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ !
বাদ পড়ল না পাঁজরের আড়ালের হৃদপিণ্ডটাও।

পৃথিবীতে পাখিওয়ালার সেই ফাঁদ পড়ে আছে এখনো ।
তুমি পাখিওয়ালা হলে কি পাখি ধরবে বলো ?



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন