বিবেক হারিয়ে গেছে
পথেপ্রান্তে নিত্যনতুন ঘটা
চোখ বুজে কেটে পড়ি ফাঁকতালে
খবর কাগজ দেখে শিউরে ওঠা
প্রশ্রয় পায় অসামাজিকতা আবডালে ।
সেদিনের সেই ছোট্টো মেয়েটি চোখে
ভেসে ওঠে তার অসহায়ার্ত কান্না
বিবেক হারিয়ে গেছে গলির বাঁকে
শিক্ষা এটাই খারাপ দেখতে মানা ।
পথে ট্রেনে বাসে প্রতিদিন কত গড়ে
বাড়িতে এসে টি.ভি তে চোখ রাখি
করুণ দৃষ্টি নগ্ন শরীরে পড়ে
অদৃষ্ট, বলে মুখে রুমাল চাপি ।
মোমবাতির আলো কাদের পথ দেখায়
ব্যর্থ হয়েছে দুদিনের পথসভা
ঘটনা আমাদের সত্যি কিছু কি শেখায়?
দমবন্ধে বিবেক আজও বোবা
গরম চায়ে চুস্কি টেনে বলি
সমাজ ক্রমে যাচ্ছে রসাতলে
অষ্টাদশীর দিকে আঙুল তুলি
পোশাক কাছে আসার কথা বলে !?
নপুংসকতা ভালো মানুষে ঢাকা
তথাকথিত ভদ্রবেশী পাড়া
জীবন কিনেছে কাগজের ক'টা টাকা
বিবেক তুই একবার উঠে দাঁড়া ।
একত্রিত কান্না শত শত
বিচার চেয়ে দরজায় কড়া নাড়ে
লালসা চোখে হয়েছে ধিকৃত
নত হতে হতে বাঁক ধরেছে হাড়ে ।
মাথায় জমেছে ক্রমশ পচা রক্ত
ঈড়া-পিঙ্গলায় উল্টো স্রোতের ব্যাধি
প্রতিবাদের ভাষা যে বড়োই শক্ত
জাগো বিবেক তুমিই মহৌষধি ।
Tags:
অন লাইন