এবং একটি না কবিতা
এবং সেই সব নামহীন রাতগুলি,
জেগে থাকে ঘুমেদের হয়ে...
আমাদের জমানো যত স্বপ্ন,
(যেন) বুলবুলি গেলো ধান খেয়ে।।
জমানো হিসেব বোঝে সব কিছু,
বোঝে ঠিক কত ধানে কত চাল,
তুমিতো বোঝোনা আদপে মন,
(দ্যাখো) গাছেরাও শূন্য করেছে ডাল।।
ধরো তবে সেই কবে কোনকাল,
পৃথিবী তখনো হয়তো বরফে ঢাকা,
অথচ আমি দেখেছি আজ সকালে,
(নিজের) আগুন কপাল রেখেছো ফাঁকা।।
দেখেছি কপালের জমি জুড়ে সবুজ,
আজ আমিও লিখছি পাগলামি,
জানি বরফে ফসল ফলানো যাবেই,
(যদি) ছুঁয়ে দাও আমার একলামি।।
বলো একা কি স্বপ্ন দেখা চলে ?
সব সন্ধ্যায় পাখিও ফেরে ঘরে,
তাই আমিও ফিরছি চেনা রাজ্যে,
(আর) জমানো ফসল তুলবো আজ ঘরে।।
সুচিন্তিত মতামত দিন