সৌরভ মজুমদার

সৌরভ মজুমদার

 ঘুমন্ত শৈশব 

কালোনীল উপত্যকায় জ্যোৎস্নাপ্রেম জাগে ধীরে…  
রাতচরা আকাশের সোহাগ জড়িয়ে, একপায়ে
দাঁড়িয়ে পাথর । রাস্তার কুকুরছানা মেঘপাড়ে,
মাকে ছেড়ে, শিশু লামা হাপুশ কাঁদে বুদ্ধমন্দিরে ।

ত্রিপিটকে বদ্ধ বাতাস, মুক্তির পথ খোঁজে হন্য
হয়ে, অন্ধকার ঠেলে উঠে । শীতরাতে দেয়ালায়
পাশ ফেরে দেবশিশু, একহাতে বে-ব্লেড, অন্যতে
মুঠোয় ধরা অলীক অভিমান । আফোটা কষ্টের
কুঁড়ি আঁকড়ে যশোধরা, অপলক বৃদ্ধ গৌতম ।

ছায়া ছায়া স্বপ্নের ভেতর কাঁদে জাঙ্গল ফাউল ।
লালিগুরাসের বনে চাঁদ নামে, ব্যাথাকুয়াশায়,    
বার্ন আউলের ডাকাডাকি । ঘুমন্ত শৈশব বুকে
ধ’রে, মানুষের, কুকুরের, পেঁচার, বনমুর্গির...
গৌতমী অশ্রুসজল, অপলক ধ্যানস্ত গৌতম ।।

 

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন