চ্যাটবক্সে সময়.....
বাকি থাকা কথাগুলো আবার হবে কাল
...টুপ করে নিভে গেল সবুজের ফোঁটা.....
এই ব্ল্যাঙ্কস্পেসে রাত,কাত হয়ে অসাড়
মানুষের মুখোমুখি ইনবক্স জানে কি আসল সত্যিটা?
ছোটো ছোটো হাসিমুখ বা আশ্চর্য বিছানায় উঠে ব'সে
বা ছাদে গিয়ে দাঁড়ায়
দুটো ভালোবাসা-লাল চোখ,স্মুচ ঠোঁট; গোপন আদরেও
কি এভাবে সঠিক নীল চিহ্ন দাগিয়ে দিতে হয়?!
ব্যাকগ্রাউন্ডে মনকেমনের নিভে আসা আলো
নাকি আদতেই নরম গাল,
ঝগড়া করেও মন ভরেনি,ব্লকলিষ্টে বহুক্ষণ-
মেয়ে, সত্যি মিথ্যের স্ক্রিনশটে আর কিইই বা হবে!
ডাকনামের প্রেমিকের বুকে ঝাঁপাও উত্তাল।
Tags:
অন লাইন