সিলভিয়া ঘোষ

সিলভিয়া ঘোষ

 বৈচিত্র্য 

দীর্ঘ কালের শিলাখন্ড ভেঙে
গড়ে উঠেছিল যে লালমাটির পথ
শিলাখন্ডের নুড়ি জমে জমে
পাথুরে হল সেই রাজপথ
একসময়  তাতে  বৈচিত্র্য এনে দিল সবুজ নালি ঘাস

বেল ফুল---

করবীর ঐ অর্কিডগুলো  মেঝেতে যখন  লুটোপুটি খেল
একযুগ ধরে অন্ধকার স্নানঘরে ক্যামাফ্লেশ ঘটে চলে
আজ ওদের ছাব্বিশে বৈশাখের সকাল
এখানে তখনও অ্যানিভার্সারি গ্লাসে গ্লাসে
হঠাৎ রাতের কড়ানাড়া বেল ফুলের গন্ধ খোঁজে

প্রথম ছোঁয়া-----

যেদিন প্রথম
উন্মাদ ভালোবেসে  ঠোঁট ছুঁয়েছিল
সাক্ষী ছিল নীল আকাশ আর সন্ধ্যা তারা
আজও বিষাদঘন একাকীত্বের রাতে
ধ্রুব তারা কে সাক্ষী মানতে
ছুটে যাই ছাদে কিংবা খোলা জানালার ধারে





একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন