Header Ads

Breaking News
recent

সিলভিয়া ঘোষ

সিলভিয়া ঘোষ

 বৈচিত্র্য 

দীর্ঘ কালের শিলাখন্ড ভেঙে
গড়ে উঠেছিল যে লালমাটির পথ
শিলাখন্ডের নুড়ি জমে জমে
পাথুরে হল সেই রাজপথ
একসময়  তাতে  বৈচিত্র্য এনে দিল সবুজ নালি ঘাস

বেল ফুল---

করবীর ঐ অর্কিডগুলো  মেঝেতে যখন  লুটোপুটি খেল
একযুগ ধরে অন্ধকার স্নানঘরে ক্যামাফ্লেশ ঘটে চলে
আজ ওদের ছাব্বিশে বৈশাখের সকাল
এখানে তখনও অ্যানিভার্সারি গ্লাসে গ্লাসে
হঠাৎ রাতের কড়ানাড়া বেল ফুলের গন্ধ খোঁজে

প্রথম ছোঁয়া-----

যেদিন প্রথম
উন্মাদ ভালোবেসে  ঠোঁট ছুঁয়েছিল
সাক্ষী ছিল নীল আকাশ আর সন্ধ্যা তারা
আজও বিষাদঘন একাকীত্বের রাতে
ধ্রুব তারা কে সাক্ষী মানতে
ছুটে যাই ছাদে কিংবা খোলা জানালার ধারে

Blogger দ্বারা পরিচালিত.