অভিমান
চুপ থাকা ধূলোবালির ভিড়ে ধোঁয়া
ঢেকে দেয় প্রাণকে
সাতাশটা ঘন্টা সাতচল্লিশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ড বয়ে গেল
বৃষ্টি বন্দী,
বরফ শোনে না কোন কথা...!
অভিমান বুঝি সূর্যকে ছুঁতে পারেনি
শিশির শৌখিন মাঠ অবধি ।
জানি- কারো আসে যায় না
গোধূলির অবসর খোঁজা আর্তনাদে,
তা বলে কি বসন্ত এক কলমও
লিখে যেতে পারতো না ?
পারতো না কি অভিমানটা বুঝতে ...?
অভিমান বুঝি সূর্যকে ছুঁতে পারেনি
তাই হেমন্তও চুপ রয়ে গেল ।
Tags:
কবিতা