বৌ : আমি মরে গেলে.
তুমি কি আবার বিয়ে করবে..?
বর : না না...একদম না.
তুমিই আমার সব 👏
বৌ : তাহলে তোমার.
খেয়াল কে রাখবে....?
বিয়ে কোরো প্লিজ 😒
বর : আচ্ছা.
ঠিক আছে করব 😜
বৌ : নতুন বৌ কে.
আমার ঘরে নিয়েই থাকবে...?
বর : না না...এখানে তোমার. স্মৃতি জড়িয়ে আছে 👏
বৌ : ঘর ফাঁকা পড়ে থাকবে নাকি....?
আমার ঘরেই থেকো তোমরা 😒
বর: আচ্ছা 👏
বৌ : ও কি আমার.
জামাগুলো পরবে....?
বর : না না 😱
বৌ : তা ওগুলো কি আলমারির মধ্যে নষ্ট হবে...? পরতে দিও ওকে 😒
বর : হমমম দেবো 😜
বৌ : আচ্ছা ও কি আমার সুন্দর সুন্দর জুতো গুলোও পরবে....?
বর : ধুসস্ 🤗
জুতোগুলো হবে না 🤗
ওর 5 নং লাগে🤗
আর তোমার তো 6নং 🤗
বৌ : ব্যাটা হারামজাদা.
আগেই থেকেই সন্দেহ ছিল
#
ছাত্র: স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি?
শিক্ষক: কর!
ছাত্র: একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন?
শিক্ষক: জানি না তো!
ছাত্র: খুব সহজ, আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢোকাবেন, ব্যস। আরেকটা প্রশ্ন..
শিক্ষক: কি?
ছাত্র: একটা গাধাকে কিভাবে ফ্রিজের ভিতর রাখবেন?
শিক্ষক: খুব সহজ, ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে রেখে দেব, ব্যস।
ছাত্র: হয়নি স্যার, আগে হাতিটাকে বের করতে হবে তারপর.. !!
শিক্ষক: ওহহহো...তাইতো!!
ছাত্র: স্যার আরেকটা প্রশ্ন.. বনের সমস্ত পশুপাখি সিংহমামার জন্মদিনে নিমন্ত্রণ খেতে গেছে কিন্তু একজন ছাড়া। সেটা কে?
শিক্ষক: মনে হয় বাঘ! কারন একজন আরেকজন কে দেখতে পারে না।
ছাত্র: হয়নি স্যার, এটা হবে গাধা কারন সে তো এখনো ফ্রিজের ভিতর।
শিক্ষক: আমার সাথে মজা করা...না!
ছাত্র: না স্যার, আরেকটা শেষ প্রশ্ন... প্লীজ স্যার।
শিক্ষক: আচ্ছা বল..।
ছাত্র: জঙ্গলের ভেতর একটা নদী, যাতে অসংখ্য কুমীর থাকে, সেটা আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে?
শিক্ষক: কোন অবস্থাতেই সম্ভব না তবে একটি বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে।
ছাত্র: এটাও হয়নি স্যার, আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারবেন, কারন কুমীর গুলোও সিংহের জন্মদিনে গিয়েছে।😝
শিক্ষক: হতচ্ছাড়া, তোর জন্মদিন ভুলিয়ে দেব 😡
#
একটি মেয়ের সাথে এক বুড়োর ধাক্কা লেগে গেলো
বুড়োটা বললো-- Sorry
মেয়েটি বিরক্ত হয়ে বললো-- কানা নাকি, দেখতে পান না ?
এরপরই এই মেয়েটির সাথে এক সুন্দর যুবকের ধাক্কা লেগে গেলো
যুবকটি বললো-- Sorry
মেয়েটি বললো- Its Okay
বুড়োটা তখন মেয়েটিকে জিজ্ঞেস করল, আমার Sorry টা তে কি spelling mistake ছিল ?
সংগ্রহ -
রিয়া চক্রবর্তী
মালদা
সুচিন্তিত মতামত দিন