রবীন বসু

 রবীন বসু

 পাড়ার ছেলে 

একটু  দাঁড়া, একসাথে  যাই
আমিতো তোর পাড়ার ছেলে,
কী দোষ হবে একটু যদি চাই
তোর  সঙ্গ  আজ  বিকেলে ।

দুপুর থেকে দাঁড়িয়ে আছি
জানি, তুই  ঠিক  বেরবি—
শনি রবি জিম আছে তোর
সে খবরটা আগেই  রাখি ।

এইটুকু পথ তোর সঙ্গে যাই
বিনিময়ে  যা  বলবি  তাই ।
যদি  বলিস  বেগার  খাটা
তাও খাটবো, দু’কান কাটা ।

তুই  না  হয়  প্রেসিডেন্সি,
আমি পাড়ার হদ্দ কলেজ ।
তা বলে কি  নেই ভেকেন্সি,
জানিনা তোর কিবা নলেজ ।

জ্ঞান-গম্যি  অনেক  হল
ঝেড়ে কাশা  বরং ভালো,
তোকে নিয়ে অনেক ইচ্ছে
মনের মধ্যে উঠছে পড়ছে ।

কিন্তু  বুকে  সাহস  কম
দোর চেপেছে ভয়ের যম,
যদি বলিস পাশটিতে যাই
মনে  সাহস  ফিরে  পাই ।

কি দোষ হবে একটু যদি চাই
তোর  সঙ্গ  আজ  বিকেলে ।
একটু  দাঁড়া,  একসাথে  যাই
আমিতো তোর পাড়ার ছেলে ।






একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন