রত্না দাশগুপ্ত আইচ

রত্না দাশগুপ্ত আইচ


 সাধারণ মেয়ে 

আহ্লাদি এক মেয়ে আমি
অতি সাধারণ
খোলা খাতার উড়ে যাওয়া
এক পাতার মতন।

সাদা পাতায় ধুলো জমে
সময় ওড়ানো ঝড়ে
বৃষ্টি জমে দু’এক পশলা
নিবিড় গহন রাতে।

পৃষ্ঠা জুড়ে ঝুম বৃষ্টি
নির্জন চরাচর
শরৎ নীলে বোনা স্বপ্ন
মেঘের বুকে ঘর।

মেয়ে আমি হলুদ সকাল
কৃষ্ণচূড়ার আগুন
আঁচল খুটে রেখেছি বেঁধে
পলাশ রঙা ফাগুন।

ফড়িং আমি নেচে বেড়াই
নদী ঘাসের ‘পরে
মৃদু হাওয়ার তালে তালে
জল কাঁপে তিড়তিড়ে।

তাকিয়ে দেখো দেখতে পাবে
ঈশান কোণ কালো
সেই চোখেই আকাশজুড়ে
শরৎ ভোরের আলো।

মুখ দেখো না, ঠোঁটে পাবে
সব পেয়েছিস্ হাসি
বুকের ভিতর মাটি কাঁপে
আগুন সর্বগ্রাসি।

                 

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন