প্রিয়তম,
কেমন আছো তুমি..
কাটছে তোমার দিন কেমন করে বলো...
রাতে বার বার ঘুম ভাঙ্গার বাজে অভ্যাস হয়েছিল
সেটা এখনো আছে কি ?
আমিহীন রাতগুলো তোমায় যন্ত্রণায় রাখে কি ?
প্রেশার বেড়েছে বলেছিলে, সুগারটাও নাকি ছিল বেশী-
এখন কেমন ?
নিয়মিত চেকআপ করানোতে ছিল তোমার আলসেমি
কত বার মনে করিয়ে দিয়েছি গা করতেনা।।
তোমার ওখানে এখন কেমন শীত ?
শুনেছি অনেক শীত নাকি এবার তোমার শহরে !
ঠান্ডায় বুকে ব্যথা বাঁধিয়েছিলে...
দেখ আবার হাঁপানির টান যেন না হয়
তোমার প্রতিটি শ্বাস আমায় ছুঁয়ে থাকে যে,
কষ্ট আমারও হবে...সাবধানে থেকো।।
আজ সারা রাত তুমুল তুষারপাত !!
তাপমাত্রা হিমাংকের অনেক নীচে
পেঁজা তুলোর মতো নয়...বাতাসে ভাসছে
শরীরে হুল ফুটানো ভারি মাত্রার বরফ কুচি
জীবনের উচ্ছাসে ভরপুর পুরো শহরটাই যেন
জনমানবহীন এক ভুতুড়ে নগর।
অবোধ মৌনতা আর নিঃসঙ্গতা নিয়ে কেটে যাচ্ছে
এখানে আমার প্রতিটি প্রহর।
কত বছর দেখিনা জোছনায় প্লাবিত নদী,
শান্ত শীতল পূবালী বাতাসে পাল তোলা নাও,
শরতের খোলা আকাশ, ফাগুনের মৃদু মন্দ বাতাসে
হাল্কা কুয়াশা ভেজা শান্ত ভোর-শিশির ভেজা হলদে সর্ষে ফুল!!
নিঃস্ব জীবনে একাকীত্বের পাহাড় ভেদ করে খুব
শুনতে ইচ্ছে করে উদাসী ঢেউয়ে নাইয়ার বাঁশির সুর !!
ফায়ারপ্লেসের গনগনে আগুন বাড়ির নিস্তব্ধতা
আরও বেশী বাড়িয়ে শুধু তোমাকেই ভাবায়--
বিশ্বাস করবে কি, চোখ বুজলে এখনো স্পর্শ পাই
কপালে এঁকে দেওয়া তোমার মমতা ভালবাসায় সিক্ত উষ্ণ চুম্বন !!
প্রিয়তম, তুমি শুধু তুমি...নতুন করে..ভোরের প্রথম রোদে
চিকচিক করে উঠবে তোমার মুখ--
শীতের ধোঁয়া উঠা ভাপা পিঠার মিষ্টি সুবাসে তোমাকে আমন্ত্রণ
আসবে কি বহু প্রতীক্ষার প্রহর শেষে ?
গভীর রাতে ঘুম ভেঙে তোমায় জড়িয়ে
একবার সুখের কান্না কাঁদতাম !!
শুধু একটিবার তোমাকে জড়িয়ে ধরার
অদ্ভুত এক আক্ষেপ নিয়ে অপেক্ষায় আছি...
একবার আমাকে জড়িয়ে ধরো...তুমিই যে আমার সমর্পণ ।।
Tags:
চিঠিপত্র