অসমাপ্ত কবিতা
তোমার নামে লেখা কবিতাটি অসমাপ্তই রয়ে যায়
পাথুরে জমাট বাঁধা অনুভুতিগুলো হররোজ চিতায় পুড়ে
রোজ চেষ্টা করি সমাপ্তি রেখা টানার
কক্ষচ্যুত নিঃসঙ্গতায় ঠায় দাঁড়িয়ে
কালো রাত্রীতে বিমূর্ত প্রসববেদনায় ওষ্ঠাগত প্রাণ
তবুও সমাপ্ত হয়না কিছুতেই !!
তোমার নামে একটি নদিও আছে আমার
আরও আছে,
বৃক্ষরাজি দিয়ে বেষ্টিত একটি পাহাড়
প্রতিদিনকার না বলা কথাটি সঙ্গোপনে বুকে চেপে
আমার ভোর আমার সাঁঝে
নদীর তীরে বসে পাহাড় দেখি
শেষ কথা কবে হয়েছিল---
বর্ষবরণের রাতে?
নববর্ষের প্রাতে?
আনন্দে?
কষ্টে?
দেখা কি হয়েছিল তোমার সাথে---
মন মন্দিরে?
হৃদয়ের অতলে?
নিজের গভীরে?
তারপর--প্রতিদিন নব জন্মের পথ পরিক্রমায়
তোমাকে খুঁজে পাই আলোক বন্দী রুপে নিজের ভেতর!
বাতাসে ভেসে আসে তোমার কথা
মুগ্ধতায় বিবশ মন
হাজার সাজানো কথা ভুলে যাই বলতে তোমায়
অথচ কতকিছু ভেবে রাখি বলব বলে!
আমার না বলা কথাগুলো বুঝে নিও
জল টলমল নিরব চোখের ভাষায়।।
Tags:
কবিতা
হাজার সাজানো কথা ভুলে যাই বলতে তোমায়
অথচ কতকিছু ভেবে রাখি বলব বলে!
আমার না বলা কথাগুলো বুঝে নিও
জল টলমল নিরব চোখের ভাষায়।।
অসাধারন লেখা !