নীপবীথি ভৌমিক

নীপবীথি ভৌমিক

 বলিদান 

সাজাও তোমার ফুল মালা চন্দন
গঙ্গাশুদ্ধ-দূর্বা-পুষ্প-শতদল !
তুমি তো নরশিশু হে মানব,বলশালী…
আমি ছাগশিশু,নিরীহ,নিঃস্পন্দন !

হৃদয় আছে তোমার যেমন
আমারও ঠিক তেমন,
তবে কেন রাখো তোমার শুদ্ধ স্পর্শে আমার হত্যা আলিঙ্গন ?

গর্ভগৃহে দেবী দ্যাখো ঘুমিয়ে আছে শান্তির আসনে
সেকি,এমন কোনো সংকল্প তোমার হাতে রেখেছে আমার প্রাণ স্পন্দনের ওপর
তুমিও মঙ্গলপ্রার্থী,আমিও তাই,
এসো,আর নয় কোনো হত্যাখেলা,নয় কোনো নৃশংস বলিদান
বরং, হৃদি শুদ্ধ মনন সরোবরে যে প্রস্ফুটিত কমল আছে তার কাছে এসে বসি,
শিখে নেই ভালোবাসার মন্ত্রপাঠ

আমিও যে কিছু ভালোবাসা চাই হে মানব রাজাধিরাজ !





একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন