ঐতিহ্যে ঘুণ
ঐতিহ্য ঘুণ ধরা এক মেঘ
খুবলে খাচ্ছে চাঁদের বিবেক
আমাদের ভাঙা সংসার --
সহস্রাব্দের ঐক্যের জটিল গীতি
বাউলের একতারা দিকভ্রান্ত
সুর ভাঙছে রাঙামাটি
ধুলোর বালিশে মাথা ঘুমোচ্ছে
অবিবেচক পৃথিবীর জানুদেশ,
প্রজাতন্ত্র পরস্পরের যৌথ উৎসব
এক সুতোয় বাঁধা আহ্নিকগতি
ঐক্য অংশ্য-মান ক্রমশঃ দৃষ্টিতে
শ্রম-গাছে ফলছে উৎপাদিকা শক্তি
ছায়ার সাগরে আলোড়িত ভাবনা-ঢেউ
আঁকা বাঁকা অধ্যাদেশগুলো
জারির অপেক্ষায় গণতন্ত্র ।।
Tags:
কবিতা