হীরক রাজার দেশে
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে দেশ
ভিতর থেকে রয়েছে তালা বন্ধ
যতই নাড়ি বাইরে থেকে কড়া
প্রজার মনে হবে না কোনও ধন্দ।
চোখের সামনে নতুন রূপে রাজা
তাঁর কাছেতে মগজ ধোলাই যন্ত্র
সবার চোখে রঙীন স্বপ্ন এঁকে
কানে ঢালেন দিন বদলের মন্ত্র।
হঠাৎ হঠাৎ নতুন ভাবনা এনে
চমক দিতে রাজা সদাই ব্যস্ত
সাহেব সুবো ঊজীর যত ছিল
রাজার ভয়ে সবাই তারা সন্ত্রস্ত
গরীব গুবোর হকের কথা বলে
রঙীন চশমা চোখে দিলেন সেঁটে
কালো-সাদাও রঙ নিয়েছে মেখে
আসল-নকল বিভেদ গেল মিটে।
প্রজা সকল রাজার পিছেই থাকে
তবেই পাবে নতুন দিনের আশা
সামনে থেকে আড়াল করেন কাকে?
মেয়াদ শেষে ফায়দা লোটাই পেশা।
রাজা তুমি সাবধানেতে থেকো
দামালছেলে আজও কোথাও আছে
উঠবে হেসে আঙুল তুলে
মুখের উপর মুখোশখানি দেখে।
বোকা প্রজা করুনমুখে ধৈর্য ধরে
দাঁড়িয়ে আছে চুপচাপ
এরাই আবার সময় হলে
উল্টেগদি করবে তোমায় কুপোকাত্।