মৌসুমি মিত্র

মৌসুমি মিত্র

 জন্মভূমি 

কোথায় যাবো এই দেশ, এই রাজ্য ছেড়ে
কোথায় যাবো চেনা মাটীর গন্ধ ছেড়ে ?
আমার প্রিয় বাংলা, আমার জন্মভূমি
এই যে চায়ের বাগান, লাল মাটীর দেশ
এই যে সবুজ বিস্তীর্ণ ধানক্ষেত
শান্তিনিকেতনের আম্রকুঞ্জের শীতল ছায়া
লাল মাটীর পথ, চা বাগানের ধাপ,
শ্রমিকের রক্তঝরা দিনবদলের যন্ত্রণা ৷
হাহুতাশের বাতাস গরম নিঃশ্বাস ছড়াচ্ছে
এক্কাদোক্কা খেলছে সময়ের ক্যানভাসে ৷
কোথায় পালাবো এই সব ছেড়ে ?
সবের সাথে জড়িয়ে আমার ভালবাসা
কোথায় যাব ! জাতি বুঝি না, ধর্মও না
শুধু মান্যতা দিয়েছি মানুষকে ৷
মানুষ যখন কাঁদে আমিও কাঁদি, কষ্টে পুড়ি
মন থেকে মন ছুঁয়ে ছুঁয়ে বলে চলি
এসো, ভালোবাসো ৷ ভালোবাসো একটু
ভালোবাসো মানুষকে, ভালোবাসো
রাজ্যপাটকে ৷ নিজের থেকে অল্প বেশি ৷
চলো নাহয় বাঁশিওয়ালাই হই ৷৷




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.