আমার রাজ্য
আমার রাজ্যে আমি রাজা
প্রজা নেই একজন।
আপন রাজ্যে আপনারে
করছি রোজ শাসন।
লোক-লষ্কর আর মন্ত্রী নেই
কেহ করেনা নম নম।
আমারা রাজ্যে আমি রাজা
নেইতো কেহ সম।
ধন-রত্ন আর অর্থ-সম্পদ
নেইতো কিছুর অভাব।
প্রজাহীন রাজ্য শাসন করা
নিত্য দিনের স্বভাব।
স্বাধীন দেশের রাজা আমি
মানিনা কোন বাঁধন।
আমার মতোই আমি চলি
নেইতো দুঃখ রোদন।