কোয়েলী ঘোষ

 রাজায় প্রজায়

কলেজের করিডোর দিয়ে সিক্তা হেঁটে আসছিল । তার মুখে এক কাঠিন্য, চলায় ব্যক্তিত্ব তাকে কিছুটা আলাদা করেছে । আজ সে বেশ চিন্তিত ,কিছুটা উত্তেজিত । দেখা হল শ্রীময়ীর সাথে । 

চল ,বাড়ি ফিরবি না কি ? আমিও যাব । আজ কলেজে যা হল আর এ ভাবে কতদিন চাকরি করবো জানি না ।

সিক্তার মুখ আরও কঠিন হল । হ্যাঁ -- আমি তো ওই হলেই ছিলাম । একসাথেই পরীক্ষার গার্ড দিচ্ছিলাম । অনুরাধাদি যখন ছেলেটার খাতা কেড়ে নিলেন কি তড়পানি সে ছেলের ! কোন ভয় নেই ! মোবাইল থেকে গুগুল সার্চ করে টুকছিল । খাতা আর মোবাইল কেড়ে নিতেই সে ছেলে বলে কি না ---চলুন , প্রিন্সিপ্যালের কাছে -- এতদূর স্পর্ধা ! আমিও গেলাম -- সাথে সাথে আরও টিচাররা , আর সবার সামনে ওই পুঁচকে ছেলের কাছে ক্ষমা চাইতে হল । এমন হবে ম্যাম ভাবেন নি, আমিও ভাবতে পারিনি । রাগে অপমানে মুখটা কালো হয়ে গেল দিদির।এত বড় একজন সিনিয়র টিচার !ছি ছি, ভাবতে পারি না । লজ্জায় বেরিয়ে এলাম । 

হ্যাঁ শুনলাম কোন নেতার ছেলে । চাকরি যাবার ভয়ে -- বুঝলি না ?

কিন্তু এমনি করে আর কতদিন চলবে ? সেদিন অর্কর নাক মেরে ফাটিয়ে দিয়েছে মোটরসাইকেল নিয়ে ইচ্ছে করে --কি জন্য যেন একটু শাসন করেছিল । 

পরিস্থিতি খুব খারাপ । কিন্তু এ ভাবে মুখ বুজে সব মেনে নিলে ... কথা শেষ হল না । 

বাস চলে এসেছে বলে সিক্তা উঠে পড়ল । ভিড় বাস, রড ধরে ভেতরে ঢুকে সোজা হয়ে দাঁড়াল । চিরকাল সে এইভাবে মাথা উঁচু করে বাঁচতে চায় । কাল আবার গার্ড দিতে হবে । যদি কাল আবার ... চোয়াল শক্ত হল ।


#

পরের দিন । ছেলেটা পরীক্ষা দিতে বসেছে একেবারে লাস্ট বেঞ্চে । খাতা ,প্রশ্নপত্র দেওয়া শেষ । ছেলেটার দিকে নজর রাখল । মোবাইল বার করে লিখছে আবার । সিক্তার আর সহ্য হল না , মুখের সামনে ভেসে উঠল অনুরাধাদির কালো হয়ে যাওয়া মুখটা। সে গিয়ে ডানহাত চেপে ধরল ।তারপর খাতা নিয়ে একেবারে সামনের বেঞ্চে বসিয়ে দিল । 

এখানে বসে লেখো । তোমার মোবাইল আমার কাছে জমা রইল । পরীক্ষার শেষে ফেরত পেয়ে যাবে । 

ম্যাম ,ভাল হচ্ছে না কিন্তু ।আপনি চলুন প্রিন্সিপ্যালের কাছে । জানেন আমার বাবা কে ? 

সিক্তা কোন উত্তর না দিয়ে বসে রইল । কান লাল , কঠিন মুখ । এমন ভুল সে করবে না । 

দেখে নেব আপনাকে । এই কলেজের বাইরে ...  একবার বের হন ...

চুপ একেবারে ,চুপ । বাকিদের ডিস্টার্ব করবে না । 

না কোনভাবেই আর প্রশ্রয় নয় । ছেলেটা আর একটা অক্ষর লিখতে পারেনি । এরপরের দাবী হল ...  পাশ করিয়ে দিতে হবে। কক্ষনো নয়  ... কিছুতেই নয় ।

পরীক্ষা শেষ । গেটের কাছে ছেলেটা দাঁড়িয়ে আছে । ও কি কিছু ক্ষতি করবে ? 

অনেকটা পথ একা যেতে হবে ,তারপর বাসরাস্তা। ছেলেটা পিছু নিয়েছে । সিক্তা জোরে পা চালাল । 

ঘ্যাঁচ করে একটা অটো সামনে এসে দাঁড়াল । সিক্তা উঠে পড়ল । 

ছেলেটা আপনাকে ফলো করছিল দিদি । সাবধানে যাবেন । 

সারাদিনের ক্লান্ত মুখে হাওয়া এসে ঝাপটা মারছে। ছুটে চলেছে অটো । না , বার বার ভয় পেয়ে হেরে যাওয়া নয় । দেওয়ালে পিঠ ঠেকে যাবার আগে একবার অন্তত ঘুরে দাঁড়াতেই হয় । 




1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন