সংকেত
স্বপ্নেরা ভিড় করে আসে
নির্ঘুম কেটে যায় রাত
শিশিরের রাতে বাজে ওই
তথাগত কথার নির্ঝর।
বাতাসে সংকেত পাই কার
দূরের বাঁশির সুর শুনি
তমাল গাছের নীচে বাজে--
কেউ কি আজকে চলে যাবে
আমার প্রাচীন আত্মীয়
খুব দূরে অনাগত দূরে ?
খুঁজে খুঁজে ফিরি সেই মুখ
ভুলে যাওয়া সেই মুখটিকে
আয়নায় দেখা একদিন
তারপর হারালো কোথায়!
সুচিন্তিত মতামত দিন