জয়ন্ত সেন

জয়ন্ত সেন

 আমার নোই 

তোর চেহারার উজ্জ্বল সকাল,
দুয়ার পাড়ায়না এ-যাপনে,
এ-কি করলি ?
আমি যে আর আমার নোই,
তোর কালো চুলে,
আমার পছন্দের রাত-টুকু,
খোলামকুচির বস্ত্র-হরণ,
বুক-পকেটের পাশে রেখে বই ।
আমি যে আর আমার নোই । ।


 ব্যাক্তিগত উৎসব 

যে মুহূর্তে শুনেছিলাম,
তোমার দু- ঠোঁট মাঝের ধেয়ে আসা
" সবাই থাকবে তোমার পাশে, আমিও ",
তখনই কোনো একটা অজানা উৎসবে মেতেছিলাম;
কবিতা লেখার কাঁচা শিল্প, তাও নিলাম
যেদিন জানান দিলে,
খুবই অপ্রত্যাশিত মানুষ হয়ে বড় কঠিন অচ্ছেদ্দ্যায়,
" প্রেমিক পেলে, আর আমি তখন নির্যাতন",
সেদিনই সারা হলো এ উৎসবের বিসর্জন ।


 এই ঠিক আছি 

তোর্ কালো দুটো চোখে
যেনো কোনো কালো জাদুতে
আমায় এভাবেই কাতরাতে দে ।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন