হরিৎ বন্দ্যোপাধ্যায়
রাজা
এক
আসছে রাজা
যাচ্ছে রাজা
ছদ্মবেশী
তুলছে ধ্বজা ।
আসছে রাজা
যাচ্ছে রাজা
ভাসছে যারা
পাচ্ছে মজা ।
আসছে রাজা
যাচ্ছে রাজা
রাজার লোকে
খাচ্ছে গজা ।
আসছে রাজা
যাচ্ছে রাজা
আমরা মানুষ
পাচ্ছি সাজা ।
দুই
উঠতে বলো
বসতে বলো
রাজা তুমি
ভীষণ ভালো ।
রাজা গুরু
আমরা লঘু
রাজা তুমি
আমার প্রভু ।
বললে রাজা
আমরা অন্ধ
রাগলে রাজা
সকল বন্ধ ।
ভীষণ আঁধার
চোখের ঘোর
চাইলে রাজা
হবেই ভোর ।
অতি উত্তম |
উত্তরমুছুন