দেবাশীষ জানা
স্রোত -১
সব্বাইকে ফিরে আসতে হয়
ভ্রমণ তাই তোমার এমন নাম,
যখন ভেতর থেকে এমন স্রোত নেমে আসে
ভবঘুরেদের হয় বদনাম !
স্রোত-২
কোঁকড়ানো চুল , ঝোলা দুল
মাটির গয়না আর পাটভাঙ্গা শাড়ী পরে আসা,
আমার সাথে শুধুই নষ্ট হওয়া
আর স্রোতের মধ্যে ভাসা ...
ভেতর-বাহির
ভেতরের লোক আর বাহিরের লোক
এই হল ভিন্ন দুটি প্রাণ ,
যেমন ভেতরের হাসি আর বাহিরের হাসি
ভেতরের কথা বাহিরের কথা
ভেতরের আর বাহিরের লোক
সারাদিন শুধু ভেতর বাহির...
যখন বাহিরে থাকি
তোমার হাতে হাত রাখি
আমার ঘাড় ঘোরানো থাকে ভেতরের দিকে,
বারবার পার্থক্যমুলক সমীকরণ আঁকি
তবু হাতে হাত রাখি।
প্রতিজ্ঞাভঙ্গ
এমনি করে নিজের বরফ কঠিন অবস্হান থেকে ধীরে- ধীরে গলে যাওয়া,
তুমি কেমন আছো?
আবার ঠাণ্ডা লাগলো নাকি ?
ওষুধ গুলো খাচ্ছো তো সময়মত...
এসব আবার জানতে চাওয়া !
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন