
বিয়ের বাদ্য
কান ফুসফুস কান ফুসফুস
বিয়ের বাদ্য বাজা,
পরী - কন্যার সাথে বিয়ে
বরের সাজে রাজা।
রাজ পুরীতে আলোর খেলা
সাজলো নব সাজে,
প্রজারা সব মহা আনন্দে
ব্যস্ত বিয়ের কাজে।
বাজায় ঢোলক বাজায় সানাই
পাইক-- পেয়াদা হাজার,
ব্যস্ত সবাই করতে পালন
অমোঘ আদেশ রাজার।
কান ফুসফুস কান ফুসফুস
রাজা এলেন রাজা,
আর কথা নয়, বাজা শুধু
বিয়ের বাদ্য বাজা।