কিং অব সর্বহারা
কাগজের পদ্ম ফুলে মাছি বসলে বুঝবেন আপনি
অভিজাত বাড়ি এসেছেন
নিজের দৈন্যতা বিশ্বাসে মুড়ে ফেলে ক্রমাগত
লাইন বাই লাইন সঙ্গ দেওয়া!
পাপড়ির বিলাসিতা নিয়ে ভেসে আসে
চোখ পোড়া আলো
আপনাকে সম্ভবত পিছন ফিরতে হবে
এবং আপনি সেই কিং অব সর্বহারা!
যাকে ঘিরে থাকে ছন্দপতনের ঈর্ষা ঈর্ষা...