এইখানে এখনো
আঁকা আছে পদচিহ্ন আমাদের ,
জীবনের অনন্ত পথ হেঁটে চলেছি আমরা,
যদিও বাঁচা-মরার মধ্যে বিশেষ হেরফের নেই !
তবুও গরমভাত আর নিজস্ব চার দেওয়ালের স্বপ্ন দেখেই চলেছি আজন্ম,
আর খোঁজ করি আলোকিত জ্যোৎস্নাবনের আমৃত্যু ।
মাঝেমাঝে দুঃখ-সুখ-রোগ-শোক-মৃত্যু পিছনে ফেলে আগুনের স্ফুলিঙ্গ জ্বেলে দেয় কেউ !
সেই পলাশ আগুন ধুয়ে যায় চাবুকের শব্দে শান্তির নামে।
রাজা আসে রাজা যায়,
গল্পেরা পালটায় না কেন ?
আমরা গল্পের চরিত্ররা অবক্ষয়ের বুনটের মধ্যে;
বেপরোয়া নীতিভ্রষ্টতার পরিসরে বক্তৃতা আর গালভরা প্রতিশ্রুতি শুনে যাই,
ফলশ্রুতিতে কেবল নিজের দীর্ঘশ্বাসের শব্দ শুনি।
নাবলা প্রতিবাদের ভাষাগুলো গিলে ফেলি খিদের জ্বালায় !
তারপর আবার পথ হেঁটে চলি সন্তানের মুখে ভাত তুলে দেবার জন্য;
স্বপ্ন দেখি আচ্ছে দিন আসবেই কোনো একদিন !
Tags:
কবিতা