বিষয়ঃ মানুষের সঙ্গে গণকন্ঠে
শ্লেটের বালক
সরকারি স্কুলে খন্ড চটের বস্তাতে
বিছানো ভাঙ্গাস্লেটের টুকরো
আপামর জনগন মিড ডে মিলের মোটা চাল
লাইনে দাঁড়ানো অ আ ক খ লেখা
নারসারির বালক
রাজা
বাঘ না সাড়াদিলেও টিকটিকি ডাকবে
কালো গোরু জাবর কাটতে গেলেই
মন্ত্রির ভাশণ বৃহদন্ত্রে
আটকে মাছের কাঁটা
প্রতিবাদ
মাথায় টুপি হাতে লাঠি মুখে রুমাল দিয়ে চৌরাস্তার মোড়ে
দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ!
রাস্তার কুকুর ও আইন মেনে ট্রাফিক মেনে চলছে
মন্ত্রীর ছেলের গাড়ি কেন নয়?
#
সকালের চা খেয়ে, হোটেলে দুপুরের ভাতে রুই মাছ
বিকেলে পরোটা ,সন্ধ্যাতে লাল চা,
রাত্রে ট্রেনে অটোতে বাড়ি ।
বাবার সুগারের ,ঔষুধ মায়ের সব্জি তরকারি ডাল
সার্ফ এক্সেলে কি সত্যি ই শুদ্ধ ট্রাফিক পুলিশের পোশাক, লাঠি?
আর রাস্তার পাশের পরোটাওয়ালা?
#
দূর্গামার বিসর্জনে লাল্টুদার বিরাট প্রোগ্রাম
রাস্তা জুড়ে নাচানাচি ট্র্যাফিক জ্যাম
আ্যাম্বুলেন্সে রুগী কাতরায় পোয়াতীর রাস্তাতেই বাচ্চা প্রসব
তবুও ,
নাচব আমরা
ভোটের নামে হোক কলরব
মিছিল মিটিং সভা মোমবাতি
আন্দোলন যতসব
ভোট
আমাদের ভোট
রাজাদের ভোট
খচ্চর গরু ঘোড়া দালালদের উত্তাল ক্রিকেটমাঠের দুদিকে
মার খাওয়া পাবলিক বলেরও ভোট
#
ভোট দেবেন কোনখানে
মিছিলে যাওয়া হাঁকানো
মাথার ঘাম রক্ত চুষে নেওয়া
জোঁকের বস্তার মাঝখানে
#
ভোট আসে টাকা দেখিয়ে জিলিপি কিনতে
মহিলা আশ্রমের শরীর উপাশনায়
পঞ্চায়েত ব্যবস্থা বাইক স্পীড আনতে
মুরগী জনগণকে শেয়াল সাজানোর সার্কাস খেলায়
Tags:
একক কবিতা
স্ফুলিঙ্গ মাত্র-