Header Ads

Breaking News
recent

অনু সঞ্জনা সোম ঘোষ

অনু সঞ্জনা সোম ঘোষ

প্রিয় বসন্ত,

প্রবল শীতেও আমার দেওয়ালেরা রং মেখেছে। রংঙ্গন রং। পাইন পাইন গন্ধে ভিজে ওঠা চোখে আমার বসন্ত জড়িয়ে।আমি কেমন ছড়িয়ে পড়ছি দ্যাখো লাল, নীল হলুদে, যে ভাবে ছড়িয়ে পড়ে আকাশ ঢলে পড়া পাহাড়ের কোলে। শিড়ায় শিড়ায় ভরে ওঠো তুমি। পাখিদের ডানায় বিছিয়ে দিই তোমার আমার নরম সকাল। 

পুরোনো ক্যানভাসে হেঁটে চলা এক আরণ্যক দুপুর প্রবল ভাবে ছুঁতে চায় সমস্ত শরীর। আমি বসন্ত লিখি গাছেদের শিড়ায়। বসন্ত পাহাড় আঁকি ঝরা পাতার রন্ধ্রে রন্ধ্রে। 

জলের ভেতর জল খুঁজতে নেমেছি আমি। ঝিল বেয়ে উঠে আসছে তোমার মুখ। নরম সবুজ স্রোতে গা ভাসিয়ে চোখ ডুবে যাচ্ছে চোখে। আরও আরও গভীরে যেতে চাইছি। অথচ তুমি বারন করেছিলে আমায় জলের কাছে যেতে। 

প্রতি শিহরন মেপে নিচ্ছে তোমার উপস্থিতি। প্রবল ভাবে ডুবে যাওয়ার আগে একটি বসন্ত তোমায় উপহার দিতে চাই... 

ইতি
বসন্তের জুঁই
Blogger দ্বারা পরিচালিত.