জামরঙা কাব্য -৮
বুকের খারুয়ে যে জামরঙা গন্ধ লেগে আছে
তাকে গণআলে ফেলতে পারি না,
বাবা পারেনি --ঠাকুরদা পারে নি
নবগ্রামের আখড়ার পরম বৈষ্ণব বাবাজিও পারেন নি
জামরঙা ঘামকে অতিক্রম করতে ;
হাতের শাঁখাটি জ্বলে ---
রামসাগরের বিজন ঘাটে,
সোনার গাগরী কাঁখে---সবাইকে
রুপসী-কৃষ্ণকলি মনামী লাগে ---বুকের দারুচিনি দ্বীপে...
কনকচাঁপা বিকেলের নরম আলোয়---
শিশুর সারল্যের মতো মুখ---যেন ভোরের
কাব্যে রাঙা শালুক ;
অযুত নক্ষত্রতলে অনেক স্নিগ্ধ আলো মেখেছি
পালকের মতো হালকা বিকালে বা স্তনের মতো নরম ভোরে,
কাক ডাকে না পাড়াগাঁর সকালে ---বাউল মেলানকলি ডাকে ;
কেউ কাউকে ছেড়ে যায় না...
শুধু স্থানান্তর ঘটে,
বিভূতি যায় না গাঙে ধোয়া...
Tags:
কবিতা